কারওয়ান বাজারে প্রকাশ্যে চলছে রমরমা মাদক ব্যবসা

রাজধানীর কারওয়ান বাজারে প্রশাসনের নাকের ডগায় সকাল থেকে শুরু করে রাতভর অবাধে চলছে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের রমরমা ব্যবসা। সরেজমিন অনুসন্ধানে গেলে দেখা যায়, প্রকাশ্যে এবং অনেকটা খোলা বাজারেই চলছে এই ব্যবসা। ‘মামা, আসেন, নিয়া যান। খাইলেই পিনিক।

প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা সাজিয়ে রাজধানীর কারওয়ান বাজারের আশে পাশের এলাকায় এভাবে মাদক দ্রব্য বিক্রির রমরমা ব্যবসা চলছে । বেশ কয়েক দিন থেকেই প্রতিবেদকের নজরে ছিল মাদক ব্যবসায়ীরা। সকাল-বিকেল, রাত রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেললাইন এলাকায় গেলে মাদক দ্রব্য বেচাকেনার এ দৃশ্য চোখে পড়ে।

নাম প্রকাশ না করা সত্ত্বে এক নারী মাদক ব্যবসায়ী প্রতিবেদকে বলেন, ‘আগে গার্মেন্টসে চাকরি করতাম। যা পাই পোষায় না। তাই গাঁজা বিক্রি করি।’ ছবি তুলতে গেলে এ নারী ডালা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলেন। তিনি বলেন, ‘এমনি দেখেন, ছবি তুইলেন না।’

ওই ঘরের পাশে ডালা সাজিয়ে গাঁজা বিক্রি করছিলেন তিন-চারজন নারী। পাশে এক ব্যক্তি। কাছে গেলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘সাংবাদিক? ছবি তুইলা কোনো লাভ নাই। থানা-পুলিশ ম্যানেজ করা আছে।’ এ পেশায় কেন—জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ‘আপনি আমারে চাকরি দিলে পাঁচ হাজার টাকার বেশি বেতন দিতে পারবেন না। কিন্তু আমি গাজা বেইচা মাসে ৫০ হাজার টাকা কামাই।’

এ বিষয়ে তেজগাঁও থানার ওসির মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মন্তব্য