রাজধানীর সব ব্যাংক খোলা শুক্র ও শনিবার

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে আগামীকাল শুক্রবার ও শনিবার ঢাকা মহানগরের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জামানতের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে জানানো হয়েছে, সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে ওই দুদিন ঢাকা মহানগরীর সব তফসিলি ব্যাংকে নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার এ নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

পাঠকের মন্তব্য