করোনা আবহেই আজ থেকে ইংলিশ  প্রিমিয়ার লীগ

অবশেষে মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলও৷ ইউরোপিয়ান বড় বড় লিগগুলোর মধ্যে বুন্দেসলিগা, লা লিগার পর ইপিএল শুরু হচ্ছে আজ৷ করোনা বিপর্যয়ের পর আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় এবার শুরু হচ্ছে ইংল্যান্ড ফুটবলের সর্বোচ্চ এই আসর৷ 

এস্টন ভিয়া-শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ দিয়ে ফের শুরু হবে ইপিএল৷ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি৷ 

দীর্ঘ বিরতির পর ইপিএল প্রত্যাবর্তনের ম্যাচটি এস্টন ভিয়া-শেফিল্ড ইউনাইটেড এর  মধ্যকার হলেও ফুটবল প্রেমীদের চোখ হয়ত থাকবে দিনের অন্য ম্যাচের দিকে৷ হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-আর্সেনাল৷ ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্ট্যাডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া একটায়৷

 এশিয়ামেইল২৪/তানভীর


 

পাঠকের মন্তব্য