করোনা যুদ্ধে জয়ী নাজমুল অপু

গত ২০ জুন করোনা রিপোর্ট ইতিবাচক এসেছিল নাজমুল ইসলাম অপুর। জাতীয় দলের এই স্পিনারের রিপোর্ট এবার নেগেটিভ ধরা পড়েছে। অপুর আগে তাঁর বাবা এবং মায়ের করোনা পজিটিভ এসেছিল। কিন্তু সাম্প্রতিক পরীক্ষায় সবারটাই নেগেটিভ এসেছে। 

অপু নিজে সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে আনন্দ প্রকাশ করে বলেন, 'গত পরশু টেস্ট করতে দিয়েছিলাম। আজকে একটু আগে রিপোর্ট দিয়েছে। সবারটাই নেগেটিভ এসেছে। করোনা থেকে মুক্তির পর কেমন লাগছে এটা বলে বোঝানো যাবে না। এতদিন যে হতাশায় ছিলাম, কী হবে বা কী হচ্ছে এটা থেকে মুক্তি পাওয়ার যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না।'

করোনার এই প্রকোপে শুরু থেকেই দুস্থদের সব ধরনের সাহায্য করতে থাকেন অপু। নিজ এলাকায় দুস্থ ও অসহায়দের খাদ্যসামগ্রী ও নগদ টাকা দিয়ে সহায়তা করেন তিনি। কিছুদিন আগে অসহায়দের সাহায্যার্থে কাজ করে বাসায় ফেরার পরই অসুস্থ বোধ করেন অপু। তখন চেক করালে সপরিবারে করোনা ধরা পরে তাঁর।
 

পাঠকের মন্তব্য