ভারতকে  দুইবার কোয়ারেন্টাইন পালন করতে হবে 

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে দেশটিতে সফর করতে যাচ্ছে ভারত জাতীয় দল। করোনার ঝুঁকি এড়াতে বিরাট কোহলির দলকে দুইবার কোয়ারেন্টাইন পালন করতে হবে। এমনটাই জানিয়েছে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার এক কর্মকর্তা।

ভারতের ক্রিকেটাররা প্রথমে ৮ দিনের কোয়ারেন্টাইন পালন করবেন। যেটি শুরু হবে আগামী ২৫ মে থেকে। এরপর তারা ভারতের জৈব সুরক্ষা বলয় থেকে ইংল্যান্ডের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। এরপর সেখানে তারা আবার ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করবেন।

তবে এবার কোয়ারেন্টাইন পালন করার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ডের অনুশীলনের সুযোগ পাবেন। তবে ভারতে ৮ দিনের কোয়ারেন্টাইনের সময় তারা আনুশীলনের সুযোগ পাবেন না। এশিয়ান নিউজ এজেন্সিকে (এএনআই) বিসিসিআইয়ের এক কর্মকর্তা এমনটাই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আপনি আশা করতে পারেন ছেলেরা আগামী ২৫ মে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে এবং তাদের প্রথমে ৮ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। যেখানে শুধু কোভিড-১৯ এর পরীক্ষা করানো হবে এবং তারা ইংল্যান্ড সিরিজের জন্য কোন ধরণের প্রস্তুতিও নিতে পারবে না।'

তিনি আরো বলেন, '২ জুন যুক্তরাষ্ট্রে পৌছানোর পর ছেলেদের আরো ১০ দিনের একটি কোয়ারেন্টাইন পালন করতে হবে। ক্রিকেটাররা ভারতের জৈব সুরক্ষা বলয় থেকে একটি চাটার্ড ফ্লাইটে ইংল্যান্ডে পৌছাবে এবং জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। এবার সেখানে অনশীলনের সুযোগ পাবে।'

ইংল্যান্ডের বিপক্ষে ১৪ সেপ্টেম্বর শেষ হবে ভারতের টেস্ট সিরিজ। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু পর্যন্ত প্রায় ১ মাসের বিরতি পাবে ভারত। ফলে তাদের দেশটিতে প্রায় ৩ মাস অবস্থান করতে হবে। যে কারণে ক্রিকেটারদের পরিবারকে নিজেদের সঙ্গে নেয়ার অনুমতি দিয়েছে বিসিসিআই।

এ প্রসঙ্গে ঐ কর্মকর্তা বলেন, 'কোভিড-১৯ এর বিধি-নিষেধ মানে আপনি জৈব সুরক্ষা বলয়ের বাইরে যেতে পারবেন না। ৪ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত প্রায় ১ মাসের একটি বিরতি থাকবে। যে কারণে ক্রিকেটাররা তাদের পরিবারকে এই সফরে নিয়ে যেতে পারবে।'

পাঠকের মন্তব্য