বর্ষাকালে চামড়ার তৈরী জুতো ভালো রাখার উপায়

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় চামড়ার জুতোর বারোটা বেজে যায়। কাদা পানিতে শখের জুতোর বেহাল অবস্থা হয়ে থাকে। রোদে শুকিয়ে নিলেও জুতো জোড়া আর আগের মতো নরম থাকে না।

অনেকটা শক্ত হয়ে যায়। আবার না শুকালেও দুর্গন্ধ বের হয়। বর্ষায় সবচেয়ে বেশি জুতো নষ্ট হয়ে থাকে। বর্ষায় কী করে জুতো ভালো রাখবেন, জেনে নিন উপায়-

** বর্ষাকালে অনেক সময় জুতো কাদা পানিতে না ভিজলেও পা ঘেমে জুতোর মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব দেখা দেয়। এর ফলে জুতোয় দুর্গন্ধ সৃষ্টি হয়। খবরের কাগজ বা টিস্যু পেপার দিয়ে জুতোর বাড়তি আর্দ্রতা শুষে না নিলেও ফাঙ্গাস ধরতে পারে৷

** জুতোর দুর্গন্ধ দূর করতে জুতোর মধ্যে গ্রিন টি ব্যাগ রেখে দিন। জুতো পরার আগে পরিষ্কার মোজা পরুন।

** বর্ষায় জুতোয় কাদা লাগলে ভেজা স্পঞ্জ নিয়ে জুতোর ময়লা ঘষে পরিষ্কার করে ফেলুন। এর সঙ্গে সামান্য ডিটারজেন্টও নিয়ে নিতে পারেন।

** জুতোর হিল নোংরা হলে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। ভুলেও রোদের মধ্যে দেবেন না। তাতে জুতোর ভালোর চেয়ে আরও খারাপ হবে।

** বর্ষায় চামড়ার জুতো কুঁচকে যেতে দেখা যায়। ফ্যাকাশেও হয়ে যায়। এর থেকে রক্ষা পেতে বাজারে যেকোনো লেদার কন্ডিশনার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করুন।

** বর্ষার সময় আপনি বর্ষার জুতোও কিনেও রাখতে পারেন। বাজারে এরকম অনেক জুতো পাওয়া যায়। সম্ভব ফলে একই জুতো প্রতিদিন ব্যবহার করবেন না৷

** বাইরে থেকে বাড়ি ফিরে জুতোর ময়লা পরিষ্কার করে নিন। পুরোনো টুথব্রাশ আর সামান্য সাবান পানি দিয়ে সেটা পরিষ্কার করুন আগে৷ তারপর শুকনো করে তুলে রাখুন৷

** শুকনো ব্রাশ দিয়ে ঝেড়ে নিলেও জুতোয় থাকা ময়লা চলে যায়। জুতোয় কাদা না লাগলে ঘরে ফিরে ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে৷

** বর্ষায় তুলে রাখা জুতোয় ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ হতে পারে। এ সময় জুতো ভালো রাখতে পুরোনো সুতির কাপড়ে মুড়ে স্টোর করে রাখুন।

সূত্র: ইন্ডিয়া টুডে

পাঠকের মন্তব্য