আট দিন আগে ঢাকার মাদারটেকের একটি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে ছিলেন এই ব্যক্তি।

করোনা ভাইরাস

ঢাকায় রাস্তা থেকে উদ্ধারকৃত করোনা রোগীর মৃত্যু

রাজধানীর মাদারটেকের রাস্তা থেকে উদ্ধার করা করোনায় আক্রান্ত ব্যক্তিকে আর বাঁচানো যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

আনুমানিক ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি মাদারটেকের মাজার গলির রাস্তায় ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন তাঁকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর করোনার সংক্রমণ ধরা পড়ে। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলের নতুন ভবনের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সবুজবাগ থানার এসআই আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মারা যাওয়া ওই করোনা রোগী নিজের নাম সিদ্দিক এবং তাঁর বাড়ি কালীগঞ্জে, এটুকু বলতে পেরেছেন। পরিচয় শনাক্ত করতে তাঁর আঙুলের ছাপ নেওয়া হয়েছে।

পাঠকের মন্তব্য