জাতিসঙ্ঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস

রাশিয়া ও ইউক্রেনের কাছে অ্যান্তোনিও গুতেরেসের গভীর উদ্বেগ প্রকাশ

জাতিসঙ্ঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সোমবার কথা বলেছেন। এ সময়ে তিনি তাদের কাছে উভয় দেশের কারণে সৃষ্ট তীব্র উত্তেজনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তার মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের জানান, টেলিফোনে আলাপকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমত্রো কুলেবার কাছে অ্যান্তোনিও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে তিনি কূটনৈতিক সমাধানকে একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেন।

মুখপাত্র আরো বলেন, মহাসচিব চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে এর কোনো বিকল্প নেই বলেও জানান।

দুজারিক বলেন, গুতেরেস এখনো বিশ্বাস করেন রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না।

গত ২১ জানুয়ারির সংবাদ সম্মেলনেও তিনি একই ধরনের অভিমত ব্যক্ত করেছিলেন।

এদিকে ইউক্রেনে বর্তমানে জাতিসঙ্ঘের ১ হাজার ৬৬০ জন স্টাফ কর্মরত রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৪৪০ জন ইউক্রেনের এবং ২২০ জন বিদেশী।

তাদেরকে সরিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই বলেও দুজারিক জানান।

সূত্র : বাসস

পাঠকের মন্তব্য